বোবা সেজে গাড়িসহ চালককে ডাকাতি
নিজস্ব প্রতিনিধি
গত কাল জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের ডাকাতিপাড়া মাস্টার পাড়া গ্রামের জহুরুল ইসলাম যিনি ব্রক মিশুক অটো চালিয়ে তার পরিবারসহ তারা জীবন যাপন করত পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল অটো গাড়ি গতকাল কাউনিয়ারচর থেকে বোবা সেজে একটি লোক ইশারার মাধ্যমে জহুরুল ইসলাম এর অটো গাড়ি দিয়ে সানন্দবাড়ি যায় পরে আবার ওই অটো দিয়েই বোবা লোকটি সানন্দবাড়ি থেকে কাউনিয়ার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রাপথে চরপাড়া গুচ্ছগ্রামে গাড়িটিকে দাঁড়াতে বলে বোবা লোকটি, গাড়িটি দাঁড় করার পর অটো চালক জহুরুল ইসলামকে নেশা জাতীয় দ্রব্য মুখে দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দিয়ে পরে বোবা লোকটি অটো গাড়ি নিয়ে পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে চালক জহুরুল ইসলামকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেয় স্থানীয় কয়েকজন জহুরুল ইসলামের বউ বলে ঋণ করে বিশ দিন হল গাড়িটি আমরা কিনেছি এখন ঋনের টাকা কিভাবে শোধ করবো আর আমরা কিভাবে বাঁচব আমরা এখন অনেক অসহায় হয়ে গেছি আমরা প্রশাসন ও আইনের কাছে বিচার চাই এইরকম ঘটনা যাতে আর কারো সাথে না ঘটে কোথাও । আর আমাদের গাড়িটি যাতে ফিরিয়ে দেওয়া হয় আমরা বিচার চাই ।
পড়ে বাড়িতে জানাজানি হলে ওই বোবা লোকের কথা উঠে আসে কাউনিয়ার চরের এক দোকানদারের কাছে ওই দোকানদার বলে এ লোকটি তো আমার দোকানে এসেছিল পরে দোকানের ভিডিও ফুটে চালক জহুরুল কে দেখানো হলে পরে বলে এই লোকটি তো বোবা সেজে আমাকে ডাকাতি করেছে ।
Leave a Reply