1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

  • প্রকাশের সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩ পাঠিত হয়েছে

গাছ কাঁটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জামালপুর কাউনিয়ারচরে গাছ কাটতে গিয়ে মৃত নাজিরুল নাজিরুল (৪০) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্টাফ প্রতিনিধ নাঈম সরকার

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর এলাকায় ইউক্যারেক্টার বাগানে গাছ কাটতে এ ঘটনা ঘটে। 

 

 

নিহত শ্রমিক দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর গ্রামের মৃত নুরুলের ছেলে।

 

 

স্থানীয়দের বরাত দিয়ে দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী পুলিশ তদন্ত এসআই সাইফুল ইসলাম জানান, সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর এলাকায় হাজী আবুল হোসেন নামে ইউক্লেক্টর বাগানটি কিনে নিয়েছিলো শ্রমিক হিসেবে চারজন ওই বাগানটিতে গাছ কাটার কাজ করতে ছিলেন। মৃত নাজিরুল যে গাছের উপরে ছিলেন ওই গাছটির ডালপালা কাটতে ছিলেন একপর্যায়ে গাছের ডালপালা কাঁটা শেষ হয়ে যায়। ওই গাছটির সাইটে আরেকটি গাছ কাটতে ছিলেন বাকি দুজন। সাইটের গাছের করাত দিয়ে গাছ কাটতে ছিলেন দুইজন। একপর্যায়ে গাছটি কাটা শেষ হলে। গাছটি নাজিরুল যে গাছে ছিলেন ওই গাছে লেগে যায়। সঙ্গে সঙ্গে নাজিরুল ৬০ফুট গাছের উপর থেকে মাথা নিচ দিকে পড়ে যায়। স্থানীয় লোকজনসহ তার মাথায় পানি দেয়। তারপর তাকে উপজেলা রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় । পরে তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা চরআম খাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়া বলেল নাজিরুল ইসলাম অনেক ভালো একটি মানুষ সে দীর্ঘদিন যাবত গাছ কাঁটার কাজ করে থাকে সে গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করেন তার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট